রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন

ফাহাদ সোলায়মানের ইফতার পার্টি

ফাহাদ সোলায়মানের ইফতার পার্টি

স্বদেশ রিপোর্ট : কমিউনিটির পরিচিত মুখ, জেবিবিএ’র এবং ফাউমা ইনোভেটিভ ও আল চয়েজ এনার্জির পরিচালক ফাহাদ সোলায়মানের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষ্যে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গত ৩ মে সোমবার সিটির কুইন্স প্যালেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ধর্মীয় ভাব গাম্ভীর্য আর সৌহার্দ্য-সম্প্রীতির আলোকে অয়োজিত এই ইফতার পার্টিতে নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীওম্যান ক্যাটেলিনা ক্রুজ ও জেসিকা গঞ্জালেস, কুইন্স বরো প্রেসিডিন্ট ডোনাবান রিচার্ড, সিটি কাউন্সিলম্যান প্রার্থী ব্রেল্ট ও লিয়ারি, ইনগ্রিড গোমেজ, শেখর কৃষ্ণা সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন মিডিয়ার সম্পাদক-সাংবাদিক, ডাক্তার, রাজনীতিক, ব্যবসায়ী, শিল্পী উপস্থিত ছিলেন। ব্যাতিক্রমী এই অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাহাদ সোলায়মান। এবং বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতি ইসমাইল। দোয়ায় মহামারী করোনায় মৃত্যুবরকারীদের বিদেহী আতœার মাগফেরাত কামনা এবং আক্রান্তদের আশু রোগমুক্তি সহ করোনামুক্ত বিশ্ব কামনা করা হয়।
ফাহাদ সোলায়মান তার বক্তব্যে উপস্থিত সবাইকে পবিত্র রমজান ও আসন্ন ঈদুলর ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, নিউইয়র্ক তথা আমেরিকা এখন আমাদের দেশ। সবাইকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। মূলধারার সাথে বাংলাদেশীদের সম্পর্ক আরো জোরদার করতে হবে।
ডোনাবান রিচার্ড সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমেরিকা অভিবাসীদের দেশ। নিউইয়র্কের কুইন্স বিশ্বের সকল দেশের প্রতিনিধ্বি করে। আমরা কুইস নিয়ে গর্ব করতে পারি। কুইন্সকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ফাহাদ সোলায়মানের কর্মকান্ডের প্রশংসা করে বলেন, বাংলাদেশী কমিউনিটিকে এগিয়ে নিতে হলে তার মতো যোগ্য নেতার প্রয়োজন।
ক্যাটেলিনা ক্রুজ তার শুভেচ্ছা বক্তব্যে সবাইকে রমজান ও ঈদের আগাম শুভেচ্ছা জানান।
জেসিকা গঞ্জালেস বলেন, আমি ভিন্ন ধর্মের মানুষ হলেও এই পার্টিতে আসবো বলে পরিত্র রমজানের সম্মানে রোজা রেখেছি। তিনি বলেন, ধর্মের মধ্যে কোন বিভেদ নেই।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন ও প্রধানমন্ত্রীর সাবেক উপ প্রেস সেক্রেটারী আশরাফুল আলম খোকন, সহ বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহীম হাওলাদার ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, ডা. চৌধুরী সরোয়ারুল হাসান, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর রহমান, জেবিবিএ’র সভাপতি শাহ নেওয়াজ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট নূর ইসলাম বর্ষণ, কাজী সাখাওয়াত হোসেন আজম, আহসান হাবীব, শাজ শহীদুল হক, হাসান জিলানী, বিশিষ্ট ব্যবসায়ী আসেফ বারী টুটুল, কামরুজ্জামান বাচ্চু, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, সঙ্গীত শিল্পী চন্দন চৌধুরী, রানো নেওয়াজ, কামরুজ্জামান বকুল, চন্দ্রা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877