বুধবার, ১৫ মে ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

পঞ্চায়েত নির্বাচন: মোদির আসনে বিজেপির হার

পঞ্চায়েত নির্বাচন: মোদির আসনে বিজেপির হার

স্বদেশ ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী আসন বারানসিতে স্থানীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে। এর পাশাপাশি রামজন্মভূমি খ্যাত অযোধ্যা ও কৃষ্ণের এলাকা মথুরাতেও মুখ থুবড়ে পড়েছে বিজেপি। সামগ্রিকভাবেও যোগী আদিত্যনাথের রাজ্যে বিরোধীরা বিজেপির তুলনায় অনেক বেশি আসনে জিতেছে।

বারানসি জেলা পঞ্চায়েতের ৪০টি আসনের মধ্যে বিজেপি জিতেছে মাত্র ৮টিতে। এনডিএ জোটের শরিক আপনা দল (এস) পেয়েছে ৩টি। রাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি পেয়েছে ১৫টি, বিএসপি ৫ এবং আম আদমি পার্টি, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি ১টি করে আসনে জিতেছে। খবর আনন্দবাজার পত্রিকা।

অযোধ্যা জেলা পঞ্চায়েতের ৪০টি আসনের মধ্যে ২৪টি জিতেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। বিজেপির ঝুলিতে মাত্র ৬। বিএসপি ৫ এবং নির্দল ও অন্যরা ৫টি আসনে জিতেছে। মথুরা জেলা পঞ্চায়েতে বিএসপি ১২ এবং অজিত সিংহের রাষ্ট্রীয় লোকদল ৯টি আসনে জিতেছে। বিজেপি জিতেছে মাত্র ৩টিতে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877