স্বদেশ ডেস্ক:
হ্যামট্রাম্যাক সিটিতে একটি স্থায়ী শহীদ মিনার স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিল। সিটি হলের সামনে জেসম্যান পার্কে এ শহীদ মিনার নির্মাণ হবে।
এর আগে হ্যামট্রাম্যাক সিটির উচ্চ পদস্থ কর্মকর্তাগণ সেখানে শহীদ মিনারের জন্য জায়গা দিতে সম্মতি জানান। গত বুধবার সিটি কাউন্সিলের নিয়মিত সভায় সর্বসম্মতিক্রমে শহীদ মিনার নির্মাণের অনুমতি পেয়েছেন প্রবাসীরা।
এ শহরে অধিকাংশ বাংলাদেশি কমিউনিটির বসবাস। এখানে একটি কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। দেরিতে হলেও শহীদ মিনার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রবাসী বাঙালিদের প্রতীক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কোনো সিটি বাস্টেটে এটিই হবে প্রথম শহীদ মিনার।
বাংলাদেশি শহীদ মিনার স্থাপনের অনুমোদন দেওয়াতে হ্যামট্রাম্যাক সিটির মেয়র কারেন মাজেয়াস্কিস, কাউন্সিলম্যান নাইম চৌধুরী, কাউন্সিলম্যান কামরুল হাসান, কাউন্সিলম্যান সাদ আলমাসমারী, কাউন্সিলম্যান মোহাম্মদ আলসমিরি, কাউন্সিলম্যান ফাদেল, সিটি ম্যানেজার ক্যাথি অ্যাঞ্জেরারকে ধন্যবাদ জানিয়েছেন বদরুল হুদা নাজেল। তিনি বলেন, শহীদ মিনার স্থাপনে স্ব-স্ব ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন সাবেক কাউন্সিলম্যান আবু মুসা, সাবেক কাউন্সিলম্যান এনাম মিয়া, আর্কিটেক্ট স্মোহাম্মদ ইসলাম টুনু, কমিউনিটি নেতা ড. রাব্বী আলম, মিনহাজ রাসেল চৌধুরী, সৈয়দ আলী রেজা, সাহেদ আনসারি, নুরুল আমিন মানিক, সফিক আহমেদ, ফারুক আহমেদ চান, আহাদ আহমেদ, সিমু, আবু জুবায়ের, সামছুল হুদা জুয়েল, সৈয়দ মঈন দিপু, অমর আশরাফ ইমন, সাকের সাদেক, সাহাদত হোসেন মিন্টু, সেলিম আহমদ, আরমানি আছাদ, মনজুরুল করিম তুহিন, সাকিল খন্দকার, কামরুল হুদা রাসেল, জসিম মিয়া, খালেদ হোসেন, মাহবুব খান, সোলেয়মানসহ কমিউনিটির অনেকেই।