বুধবার, ২৯ মে ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

স্বদেশ ডেস্ক:

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে বাংলাদেশের এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০।
আজ বুধবার সকাল ৮টা ২৩ মিনিট থেকে কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্প অনুভুত হয়েছে ময়মনসিংহ, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীসহ বেশ কয়েক জেলায়। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের আসামে।

এ ভূমিকম্পের কারণে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের শন্তিপুরের ঢেকিয়াজুলি থেকে ১২ কিলোমিটার দূরে। বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, ভুটান, নেপাল ও চীনেও কম্পনটি অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, এটি ছিল শক্তিশালী ভূমিকম্প।

এর আগে গত ৫ এপ্রিল মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। প্রায় ৮ সেকেন্ড স্থায়ী এই কম্পনের রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877