রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

পাকিস্তানি পেসারের বাউন্সারে দু’টুকরা হেলমেট! থরথর করে কেঁপে উঠলেন ব্যাটসম্যান

পাকিস্তানি পেসারের বাউন্সারে দু’টুকরা হেলমেট! থরথর করে কেঁপে উঠলেন ব্যাটসম্যান

স্পোর্টস ডেস্ক:

জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি২০-তেই অভিষেক ঘটালেন পাকিস্তান পেসার আরশাদ ইকবাল। আর অভিষেকেই পাকিস্তানি পেসারের জার্সিতে জুড়ে গেল ঘাতক বোলারের তকমা। নিজের দ্বিতীয় ওভারেই বিষাক্ত বাউন্সারে জিম্বাবুয়ে ব্যাটসম্যানের হেলমেট ভেঙে দু’টুকরো করে দিলেন তিনি।

শুক্রবারই সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে জিম্বাবুয়ের মোকাবিলা করতে নেমেছিল পাকিস্তান। সেই ম্যাচেই শিরোনামে অভিষেককারী ২০ বছরের পাকিস্তানি পেসার আরশাদ ইকবাল। ভয়ঙ্কর বাউন্সার জিম্বাবুয়ের তিনাসে কামুনহুকামের ওপর আছড়ে পড়তেই সেই হেলমেটের ওপরের আচ্ছাদন ভেঙে মাটি

হেলমেট মাটিতে পড়ে যেতেই দৃশ্যতই ব্যাটসম্যানকে আতঙ্কে রীতিমত বিভ্রান্ত হতে দেখা যায়। তাকে আশ্বস্ত করতে এগিয়ে যান পাকিস্তানি ফিল্ডাররা। বোলারও ব্যাটসম্যানের চোটের অভিঘাত দেখতে যান। তড়িঘড়ি করে মাঠে নামেন জিম্বাবুয়ের ফিজিও। খেলা শুরু হওয়ার আগে ব্যাটসম্যানের বাধ্যতামূলক কনকাশন টেস্টও করা হয়। শেষ পর্যন্ত ব্যাটসম্যানকে চোটমুক্ত দেখে হাঁফ ছেড়ে বাঁচেন সকলে।

জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ১১৮/৯ তোলে। এই ঘটনার পরেই অভিষেক ম্যাচে আরশাদ ইকবাল নিজের প্রথম আন্তর্জাতিক উইকেট দখল করেন। নিজের কোটায় মাত্র ১৬ রান খরচ করে ইকবাল তুলে নেন ১ উইকেট।

তবে পাকিস্তান ম্যাচে জয়ী হতে পারেনি। তারা হেরে গেছে ১৯ রানে। ফলে তিন ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা রয়েছে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877