স্পোর্টস ডেস্ক:
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন দুর্দান্ত কাটানোর পর দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের দৃঢ়তায় ২ উইকেট হারিয়ে ৩০২ রানে দিন শেষ করেছিল টাইগাররা। দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া নাজমুল হোসেন শান্তকে সঙ্গ দিচ্ছেন সেঞ্চুরির দিকে এগোতে থাকা অধিনায়ক মুমিনুল হক।
শ্রীলঙ্কার ক্যান্ডির অদূরে পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে বুধবার প্রথম দিন টাইগাররা টসে জিতে ব্যাটিংয়ে নেমে অসাধারণ শুরু করে। ওপেনার সাইফ হাসানের শুরুটা ভালো না হলেও ৯০ রান করে সাজঘরে ফিরেন আরেক ওপেনার তামিম ইকবাল। তবে পুরো দিন দারুণভাবে কাজে লাগিয়ে সেঞ্চুরি তুলেছিলেন শান্ত। তাকে সঙ্গ দিতে এসে অর্ধশতক করেন মুমিনুল হক।
দ্বিতীয় দিনে ব্যাট করতে এসে বড় স্কোরের দিকে দলকে নিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৩১১/২ (৯৬ ওভার)।