বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:০৫ অপরাহ্ন

৫২ বছর পর লেস্টারের ফাইনাল

৫২ বছর পর লেস্টারের ফাইনাল

স্বদেশ ডেস্ক:

সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে লেস্টার সিটি। রোববার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে লেস্টার জেতে ১-০ গোলে। এই জয়ে ৫২ বছর পর ফাইনালের টিকিট পেল দলটি। সবশেষ দলটি এই টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল ১৯৬৯ সালে।

আগামী ১৫ মে হবে ফাইনাল। যেখানে লেস্টার লড়বে চেলসির বিরুদ্ধে। প্রথম সেমিফাইনালে চেলসি হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে।

ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি পায় লেস্টার। ডি-বক্সে ইহেনাচোর প্রথম শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে ফেরে, এরপর ফিরতি শটে জাল খুঁজে নেন তিনি। কোয়ার্টার ফাইনালে ম্যানইউর বিপক্ষে জোড়া গোল করেছিলেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড। শেষ অবধি এই গোলের সুবাদে ফাইনাল নিশ্চিত হয় লেস্টারের।

পঞ্চমবারের মতো এফএ কাপের ফাইনালে উঠে এসেছে লেস্টার সিটি। আগের চারবার ফিরতে হয়েছে রিক্ত হাতে। এবার ট্রফিতে চুমু খেতে পারবে তো তারা?

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877