স্বদেশ ডেস্ক:
সরকার ঘোষিত আগামী ১৪ থেকে ২১ এপ্রিল ‘সর্বাত্মক লকডাউনে’ ব্যাংক সেবা সীমিত পরিসরে খোলা রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। আজ মঙ্গলবার মাঠ প্রশাসন অধিশাখার উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
ওই চিঠি পাওয়ার পর ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংক জানায়, ১৪ থেকে ২১ এপ্রিল ব্যাংক শাখা বন্ধ থাকবে। তবে বন্দর এলাকার ব্যাংক শাখা খোলা রাখা যাবে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সিনিয়র সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিবের কাছেও পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপসচিব রেজাউল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিশেষ প্রয়োজনে ব্যাংক চালু রাখতে এ চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।