মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন

দিল্লিতে নৈশকালীন কারফিউ আসছে

দিল্লিতে নৈশকালীন কারফিউ আসছে

স্বদেশ ডেস্ক: করোনা ভাইরাসের ভয়াবহতায় ভারতের রাজধানী নয়া দিল্লিতে প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশকালীন কারফিউ আরোপ করা হয়েছে। ভারত সরকারের সিনিয়র কর্মকর্তাদের উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। একটি সূত্র বলেছেন, এই প্রস্তাব প্রস্তুত করেছে দিল্লি সরকার। লেফটেন্যান্ড গভর্নর সবেমাত্র এ বিষয়ক ফাইলে অনুমোদন দিয়েছেন। ফলে তা আবার সরকারের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে নির্দেশ জারির বাকি শুধু এখন। এই নির্দেশ দেয়া মাত্র এর কার্যকারিতা শুরু হবে। সরকারি ওই সূত্রটি বলেছেন, এখন নৈশকালীন কারফিউ ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

কারফিউয়ের অর্থ হলো সব রেস্তোরাঁ, পাব, বিয়ের অনুষ্ঠান এবং অন্যান্য স্থানে প্রতিদিন রাত ১০টার পর লোক সমাবেশ নিষিদ্ধ থাকবে। দ্বিতীয় একজন কর্মকর্তা বলেছেন, কারফিউয়ের সময় শুধু অত্যাবশ্যকীয় সার্ভিস খোলা থাকবে। শুধু দু’জন মানুষ এ সময়ে একত্রিত হতে পারবেন। বেশির ভাগ মার্কেট বন্ধ হয়ে যাবে সন্ধ্যার মধ্যে। তারপরও যারা খোলা রাখবেন তাদেরকে অবশ্যই রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে। দিল্লি সরকারকে পরিষ্কার করতে হবে যে, তারা রেলস্টেশন, বিমানবন্দর এবং বাস টার্মিনালে যাওয়া মানুষদের চলাচল করতে দেবে কিনা। তবে একজন কর্মকর্তা বলেছেন, এসব স্থানে বাইরে থেকে যাওয়া ব্যক্তিদের থামানো হবে না। এক্ষেত্রে তারা বাসায় যেতে পরিবহন সঙ্কটে পড়তে পারেন। উল্লেখ্য, রাজধানী দিল্লিতে সোমবার করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৩৫৪৮ জন। এর প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877