স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক বিরতি ফিরেই দুর্দান্ত জয় পেয়েছে সেভিয়া। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপা লড়াই জমিয়ে দিয়েছে হুলেন লোপেতেগি শিষ্যরা। রোববার রাতে ঘরের মাঠে ডিয়োগো সিমিওনের শিষ্যদের ১-০ গোলে হারিয়েছে সেভিয়া।
ম্যাচের শুরুতেই লড়াই জমে ওঠে। একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে প্রথমার্ধে ব্যবধান গড়তে পারেনি কোনও দলই। তবে বিরতির পর বদলে যায় বল দখলে এগিয়ে থাকা সেভিয়া।
৭০তম মিনিটে মার্কন আকুনার দুর্দান্ত গোলে এগিয়ে যায় সেভিয়া। ডান পাশ থেকে সতীর্থের বাড়ানো ক্রস দারুণ হেডে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন এই তারকা। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে ইভান রাকিটিচরা।
সেভিয়ার কাছে হেরেও ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল মাদ্রিদ। আর ৬২ পয়েন্ট নিয়ে রিয়ালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা। ৫৮ পয়েন্ট নিয়ে চারে রয়েছে সেভিয়া।