রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন

হেফাজতের ৫৪ নেতাকর্মীর ব্যাংক হিসাব তলব

হেফাজতের ৫৪ নেতাকর্মীর ব্যাংক হিসাব তলব

স্বদেশ ডেস্ক:

কট্টরপন্থি ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আমির, মহাসচিবসহ ৫৪ নেতাকর্মীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশে মোদিবিরোধী আন্দোলনের পর তাদের ব্যাংকে কী পরিমাণ লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখতে গত বৃহস্পতিবার তাদের হিসাব তলব করা হয়।

বাংলাদেশ ব্যাংক যাদের হিসাব তলব করেছে, সে তালিকায় রয়েছেন হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী, মহাসচিব নূর হুসাইন কাসেমী, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মামুনুল হক, সহসভাপতি মুহাম্মদ মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, মহাসচিব সৈয়দ ফয়জুল করীম, আল-হাইয়্যাতুল উলয়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।

বেশ কয়েক বছর ধরে নানা ইস্যুতে আলোচনা-সমালোচনায় রয়েছে হেফাজতে ইসলাম। সবশেষ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উদযাপনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর উপলক্ষে দেশব্যাপী তা-ব চালায় সংগঠনটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877