শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে ব্রিটেনে মৃত্যু ৭ জনের

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে ব্রিটেনে মৃত্যু ৭ জনের

স্বদেশ ডেস্ক:

ব্রিটেনে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে রক্ত জমাট বাঁধায় সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল দেশটির ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, গত ২৪ মার্চ পর্যন্ত যে ৩০ জনের রক্ত জমাট বাঁধার প্রতিবেদন এসেছিল, তাদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো ইউরোপীয় ওষুধ সংস্থা (ইএমএ) অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনকে নিরাপদ হিসেবে ঘোষণা দিয়েছিল। আগামী ৭ এপ্রিল ইএমএ থেকে এ সংক্রান্ত নতুন পরামর্শ আসতে পারে। নিয়ন্ত্রক সংস্থা জানায়, ব্রিটেনের ১ কোটি ৮১ লাখ লোককে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়ার পর ৩০টি রক্ত জমাট বাঁধার প্রতিবেদন পাওয়া গেছে। স্বাস্থ্য কর্মকর্তা অথবা সাধারণ নাগরিকরা সরকারি ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য জমা দিয়েছেন।

৩০ জনের অধিকাংশের ক্ষেত্রেই সেরেব্রাল ভিনাস সাইনাস থ্রম্বোসিস হয়েছে, যা মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ার এক বিরল রোগ। এ ছাড়া অন্যরা রক্ত জমাট বাঁধা ও প্লেটলেট কমে যাওয়ার সমস্যায় ভুগেছেন।

ফাইজারের ভ্যাকসিন নিয়ে রক্ত জমাট বাঁধার কোনো ঘটনা পাওয়া যায়নি উল্লেখ করে সংস্থাটি জানায়, এ প্রতিবেদনগুলোর ওপর আমাদের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা এখনো চলছে। গত মার্চে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছিল, যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের ট্রায়ালে ৭৯ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে এবং রক্ত জমাট বাঁধার কোনো ঝুঁকি পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877