বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন

গুলিবিদ্ধ হয়ে ইউপি প্যানেল চেয়ারম্যানের মৃত্যু

গুলিবিদ্ধ হয়ে ইউপি প্যানেল চেয়ারম্যানের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল গনি মন্ডলকে তার নিজ বাড়ির সামনে গতকাল বুধবার রাত ১০টার দিকে গুলি করে সন্ত্রাসীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়রা জানান, গতকাল রাতে ইউনিয়ন পরিষদের গেটের পাশে সোবানের চায়ের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন আব্দুল গনি মন্ডল। এসময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা অতর্কিতভাবে তাকে উদ্দেশ্য করে গুলি করে। গুলিটি পেটের একপাশে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে আসলে সন্ত্রাসীরা মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে রাত ৩টার দিকে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

এ প্রসঙ্গে গনি মন্ডলের চাচাতো ভাই মুক্তার হোসেন বলেন, ‘ফরিদপুর থেকে রাত ৩টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তিনি মারা যান।’

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ‘দৌলতদিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল গনি মন্ডলকে গুলি করার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। তবে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877