রবিবার, ১৯ মে ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

উড়ল না সেই ফানুসটি

স্বদেশ ডেস্ক:

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশের সুপারিশপ্রাপ্ত হওয়া উপলক্ষে গতকাল রোববার রাত ১২টায় বরগুনার সার্কিট হাউস মাঠে বিশ্বের সর্ববৃহৎ ফানুস ওড়ানোর চেষ্টা করেছিলেন সংশ্লিষ্টরা। কিন্তু টানা দেড় ঘণ্টা চেষ্টা করেও কুয়াশার কারণে ৫০ ফুট উচ্চতা এবং ৩৪ ফুট ৮ ইঞ্চি প্রশস্ত ফানুসটি আর ওড়ানো সম্ভব হয়নি।

বরগুনার সায়েন্স সোসাইটি ফানুসটি ওড়ানোর চেষ্টা করে। কিন্তু শিশির বেশি হওয়ায় শত চেষ্টার পরও সেটি আকাশে ওড়েনি। বরগুনা জেলা প্রশাসনের সহযোগিতায় এ ফানুসটি তৈরি করা হয়।

মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিতে বানানো এ ফানুসটির নাম রাখা হয় ‘বিবি-২০২১’। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।

জানা গেছে, এর আগে ২০০৯ সালে ১১ জানুয়ারি কলাম্বিয়ার কাউকা বলিভার এলাকায় জেসুস আলবার্টৌ নামে এক ব্যক্তি ৩৮ ফুট তিন ইঞ্চি উচ্চতার এবং ৩২ ফুট নয় ইঞ্চি প্রশস্তের একটি ফানুস উড়িয়েছিলেন। যা এ পর্যন্ত সব চেয়ে বড় ফানুস হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে।

বরগুনা সাইন্স সোসাইটির সভাপতি আকিল আহমেদ বলেন, ‘আমরা আমাদের প্রচেষ্টায় কোনো ত্রুটি রাখিনি। কিন্তু কুয়াশার পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আমরা সফল হতে পারিনি।’

সাইন্স সোসাইটির ১১ জন সদস্য এর আগে গত ২৫ মার্চ থেকে বরগুনার বঙ্গবন্ধু কমপ্লেক্সে ফানুসটি বানাতে শুরু করেন। বিশ্বের সব চেয়ে বড় ফানুস ওড়ানো উপভোগ করতে রোববার রাতে বরগুনার সার্কিট হাউজ মাঠে জড় হয়েছিল প্রচুর মানুষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877