স্পোর্টস ডেস্ক: এবারের ইংল্যান্ডে বিশ্বকাপের ফাইনাল থেকে ছিটকে গেছে ভারত। দলকে জেতাতে না পেরে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি কেঁদেও ফেলেছিলেন। তবে বিশ্বকাপের ফাইনালে উঠতে না পেরে বেশ সমালোচনা শুনতে হচ্ছে ভারতীয় দলকে।
সমালোচন করতে বাদ যায়নি পাকিস্তানের সাধারণ লোকজন থেকে নেতাকর্মীরাও। ভারতের সাবেক এই অধিনায়ক ধোনিকে নিয়ে এবার কটাক্ষ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই দলের সচিব পর্যায়ের নেতা সালার সুলতানজাই।
টুইট বার্তায় তিনি লেখেন, ‘ভদ্রলোকেদের খেলা ক্রিকেটকে ফিক্সিং এবং পক্ষপাতিত্বের মাধ্যমে দূষণ করায় এমনই লজ্জাজনক হারের যোগ্য ছিল ধোনি।’’
ইংল্যান্ডে আয়োজিত বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২৪০ রান তাড়া করতে নেমে ১৮ রানে পরাজিত হয় ভারত। এই ম্যাচই মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ বলে মনে করা হচ্ছে। যদিও সাবেক ভারত অধিনায়ক এখনো কিছু জানাননি।