সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

মোদির সঙ্গে ১৪ দল ও জাপার বৈঠক

মোদির সঙ্গে ১৪ দল ও জাপার বৈঠক

স্বদেশ ডেস্ক: সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছে  ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (এরশাদ)। আজ দুপুরে হোটেল সোনারগাঁওয়ের লবিতে ধারাবাহিকভাবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে  নরেন্দ্র মোদির সঙ্গে আমির হোসেন আমুর নেতৃত্বে ১৪ দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠক করেন। এসময় বৈঠকে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাসদের আরেকটি অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারীসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিও নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করে। জাপার বৈঠকে রওশন এরশাদ, রুহুল আমীন হাওলাদার ও জিয়াউদ্দিন বাবলু অংশ নেন। এর আগে সকালে দুদিনের সফরে ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877