মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
করোনায় মৃত্যু বেড়েছে, আক্রান্ত সাত মাসে সর্বোচ্চ

করোনায় মৃত্যু বেড়েছে, আক্রান্ত সাত মাসে সর্বোচ্চ

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮০৯ জন, যা গত বছরের ২০ আগস্টের পর সর্বোচ্চ।

করোনাভাইরাস নিয়ে আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭২০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জনে। ৭ জানুয়ারির পর গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ মৃত্যু হলো।

এদিন বাসা ও হাসপাতালে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৫৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৪ হাজার ১৫৯ জন।

এর আগে রোববার (২১ মার্চ) দেশে আরও ২ হাজার ১৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ২২ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877