বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:২৩ অপরাহ্ন

ভেঙে দেয়া হচ্ছে সিলেট মহানগর বিএনপি’র কমিটি

ভেঙে দেয়া হচ্ছে সিলেট মহানগর বিএনপি’র কমিটি

স্বদেশ ডেস্ক: ভেঙে দেয়া হচ্ছে সিলেট মহানগর বিএনপি’র কমিটি। আসছে নতুন আহ্বায়ক কমিটিও। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজকালের মধ্যে নতুন আহ্বায়ক কমিটির খসড়া চূড়ান্ত করে কেন্দ্রের কাছে জমা দেয়া হবে বলে জানিয়েছেন নেতারা। ২০১৬ সালের ৭ই ফেব্রুয়ারি কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে নাসিম হোসাইনকে সভাপতি, বদরুজ্জামান সেলিমকে সাধারণ সম্পাদক ও মিফতাহ সিদ্দিকীকে সাংগঠনিক সম্পাদক করে মহানগর বিএনপি’র কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। ২০১৯ সালের অক্টোবরে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ভেঙে দেয়ার সময় মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন শোনা গিয়েছিল। পরবর্তীতে মহানগর বিএনপি’র কমিটি আর ভেঙে দেয়া হয়নি।

ফলে বর্তমান নেতারাই সিলেট মহানগর বিএনপি পরিচালনা করেন। গত ১৪ই মার্চ ঢাকায় ডেকে পাঠানো হয় সিলেট মহানগর বিএনপি’র নেতাদের। তারা দলীয় কার্যালয় থেকে ভার্চ্যুয়ালি বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। বৈঠকে সিলেট মহানগর বিএনপি’র সাংগঠনিক কর্মকাণ্ডসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠকের শেষ পর্যায়ে মহানগর বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ২০ই মার্চের মধ্যে একটি খসড়া কমিটির তালিকা কেন্দ্রের কাছে পাঠানোর নির্দেশ দেয়া হয়। বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে সিলেটে এসে কাজ শুরু করেছেন নেতারা। বিএনপি’র সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা এ খসড়া কমিটি চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন মহানগরের নেতারা। দলের সহ-সভাপতি ডা. জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন ছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও ড. এনামুল হক চৌধুরীও এ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তারা সিদ্ধান্ত নিয়ে মহানগর বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি গঠন করবেন। সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন মানবজমিনকে জানিয়েছেন- ঢাকা থেকে ফিরে তারা কাজ শুরু করেছেন। একটি তালিকা প্রস্তুতির কাজ শুরু করেছেন। মহানগরের আহ্বায়ক হতে অনেকেই আগ্রহী। এরমধ্যে রয়েছেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আব্দুল কাইয়ূম জালালী পংকি ও জিয়াউল হক। তিনি জানান- সবার সিদ্ধান্তে যাকে ভালো মনে করা হবে তাকে আহ্বায়কের দায়িত্ব দেয়া হবে। কমিটিতে অন্য পদেও যোগ্য নেতাদের নাম প্রস্তাব করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান তিনি। তিনি জানান- ‘আমরা বিলম্ব করবো না। দলের হাইকমান্ড যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবেই আমরা কাজ করছি। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে খসড়া তালিকা পাঠানো যাবে।’ এদিকে- সিলেট মহানগর বিএনপি গত টার্মে কাউন্সিলের মাধ্যমেই গঠন করা হয়েছিল। এবারো আহ্বায়ক কমিটি কাউন্সিলের আয়োজন করবে। গতবার কাউন্সিলে বদরুজ্জামান সেলিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হলেও সিলেট সিটি করপোরেশনের ভোটের রাজনীতিতে প্রার্থী হয়ে তিনি দেশছাড়া হয়েছিলেন। আর ফিরেননি সিলেটে। এ কারণে দীর্ঘ দিন ধরে এ পদে দায়িত্ব পালন করছেন আজমল বখত সাদেকসহ অপর আরো দুইজন। ফলে এবার মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক নির্বাচনের দিকে ‘ফোকাস’ থাকবে সবার। একজন গ্রহণযোগ্য সাধারণ সম্পাদককে খুঁজছে সবাই। সিলেট মহানগর বিএনপি’র বর্তমান সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানিয়েছেন- সিলেট মহানগর বিএনপি অতীতের ঐক্যবদ্ধতা ধরে রেখে এগিয়ে গেছে। এজন্য সিটি করপোরেশন নির্বাচনেও ফলাফল এসেছে। মহানগর বিএনপি’র পরিসরকে এখন আরো বাড়ানো উচিত। মেট্রোপলিটন এলাকার ৬ থানার আদলে মহানগর বিএনপিকে সাজানোর চিন্তাভাবনা রয়েছে। দলের হাইকমান্ড ও সিনিয়র নেতারাও সেটি পর্যবেক্ষণ করছেন। কীভাবে হবে সিলেট মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটি এ প্রশ্নের জবাবে বিএনপি’র সিনিয়র নেতারা জানিয়েছেন- ২১ থেকে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হওয়ার কথা। প্রায় এক মাস আগে চট্টগ্রামে মহানগর বিএনপি’র ৩৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। সেখানে একজন আহ্বায়ক, একজন সদস্য সচিব ও ১১ জন যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে। দেশের ১৩টি মহানগরের মধ্যে সিলেট মহানগর বিএনপি’র অবস্থান দ্বিতীয়। চট্টগ্রামের আদলেই সিলেটের কমিটি গঠন হতে পারে বলে জানান তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877