বিনোদন ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন বরেণ্য নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ। কিন্তু হঠাৎ শারীরের অবস্থা খারাপ হওয়ায় তাকে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কাজী হায়াতের শিষ্য ও পরিচালক সমিতির সদস্য মোস্তাফিজুর রহমান মহারাজ।
তিনি বলেন, ‘কাজী হায়াৎ ভাই ডাক্তারের পরামর্শ অনুসারে উন্নত চিকিৎসার জন্য আজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হাসপাতালের কেবিনে অবস্থান করছেন। তার সঙ্গে স্ত্রী ও মেয়ে রয়েছেন।’
কাজী হায়াৎ সকলের কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন বলেও জানান মোস্তাফিজুর রহমান।
এর আগে, গত ২ মার্চ স্বপরিবারে করোনার টিকা নেন কাজী হায়াৎ। এরপর গত ৬ মার্চ তার শরীরে হালকা জ্বর অনুভব হয়। ৮ তারিখ করোনা পরীক্ষা করার পর রিপোর্ট পজিটিভ আসে। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
সে সময় তিনি জানান, ‘শরীরে তেমন কোন সমস্যা হচ্ছে না। জ্বরও নেই, করোনার কোনো উপসর্গও নেই। তবে ঘ্রাণ পাচ্ছি না। বর্তমানে দু’জনই বাসায় আইসোলেশনে আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’