বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন

সৌদি হজমন্ত্রী অপসারিত

সৌদি হজমন্ত্রী অপসারিত

স্বদেশ ডেস্ক:

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেনকে সরিয়ে দেয়া হয়েছে। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ শুক্রবার এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) রাজকীয় ডিক্রির উদ্ধৃতি দিয়ে এই খবর পরিবেশন করেছে।

তার স্থলাভিষিক্ত হয়েছেন এসাম বিন সাইদ।
২০২০ সালের জুলাই মাসের শেষ দিকে হওয়া গত হজে সৌদি আরবের হাজার দশেক লোককে হজ পালন করার সুযোগ দেয়া হয়েছিল। এবার কতজনকে দেয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।

ওকাজ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, যারা কোভিড-১৯ টিকা দিয়েছেন, কেবল তাদেরই এবার হজ করার অনুমতি দেয়া হবে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় চলতি মাসে জানিয়েছিল, টিকা গ্রহণ হবে হজ করার অনুমতি পাওয়ার অন্যতম শর্ত।

সূত্র : খালিজ টাইমস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877