রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ অপরাহ্ন

টিকা নেওয়ার পর করোনা আক্রান্ত ডিএমপি কমিশনার

টিকা নেওয়ার পর করোনা আক্রান্ত ডিএমপি কমিশনার

স্বদেশ ডেস্ক:

করোনা প্রতিরোধে ভারতের সেরাম ইন্সটিটিউটের উদ্ভাবিত টিকা গ্রহণের ২৭ দিন পর ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গত ৬ মার্চ তার দেহে করোনা শনাক্ত হয়। এর আগে গত ৭ ফেব্রুয়ারি তিনি ভ্যাকসিন নেন।

বর্তমানে ডিএমপি কমিশনার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসব তথ্য গতকাল মঙ্গলবার রাতে গণমাধ্যমে নিশ্চিত করেন কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, গত ৬ মার্চ ডিএমপি কমিশনারের দেহে করোনা শনাক্ত হয়। তারপর তিনি এখানে ভর্তি হন।

এদিকে পুলিশ সদরদপ্তর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত পুলিশের ১৯ হাজার ১১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৫৮ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877