বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড লিজেন্ডস

সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড লিজেন্ডস

স্পোর্টস ডেস্ক:

চলছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ড লিজেন্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ লিজেন্ডস। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১০ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। অন্যদিকে টুর্নামেন্টে এটিই ইংলিশদের প্রথম ম্যাচ।

আজকের বাংলাদেশ লিজেন্ডস স্কোয়াডে রয়েছেন- খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ শরীফ, মুশফিকুর রহমান বাবু, এ এন এম মামুন উর রশিদ, নাফিস ইকবাল, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট, হান্নান সরকার, জাভেদ ওমর বেলিম, রাজিন সালেহ, মেহরাব হোসেন, নাজিমউদ্দিন ও আলমগীর কবির। ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন কেভিন পিটারসেন। ইংল্যান্ড দলে রয়েছেন ম্যাথু হোগার্ড, ক্রিস ট্রেমলেট, জোনাথন ট্রট ও মন্টি পানেসারদের মতো তারকারও।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877