স্বদেশ ডেস্ক:
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা একটি খুনের মামলার আসামি ফরহাদ হোসেন রুবেল ‘নিখোঁজ’ হয়ে গেছেন। গতকাল শনিবার সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে নগরীর কোতোয়ালী থানায় কারা কর্তৃপক্ষ সাধারণ ডায়রি করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন। তিনি বলেন, ‘তালা খোলার পর থেকে ফরহাদ হোসেন রুবেল নামের এক হাজতিকে কারাগারে খুঁজে পাওয়ায় যাচ্ছিল না বলে কারা কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।’
জিডিতে খোঁজাখুঁজি করে খুনের মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলকে পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। ওসি আরও জানান, রুবেল গত ৯ ফেব্রুয়ারি থেকে সদরঘাট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি জানতে চট্টগ্রাম কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বার বার ফোন দেওয়ায় হলেও তাদের কেউই ফোন ধরেননি। তবে কারা সূত্রে জানা গেছে, নিখোঁজের ঘটনার পর থেকেই কারাগারের অভ্যন্তরে খোঁজাখুঁজি চালু রেখেছেন রক্ষীরা। এ ছাড়া ঘটনার পর থেকে কারারক্ষীদের অন্যসব বন্দিদের বিষয়ে সর্তকতা জারি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সদরঘাট থানার এসআরবি রেল গেইট এলাকায় ৫ ফেব্রুয়ারি গভীর রাতে আবুল কালাম আবু নামের এক ভাঙ্গারি ব্যবসায়ী ছুরিকাহত হয়ে হাসপাতালে মারা যান। এ ঘটনায় কালামের মা মর্জিনা বেগম সদরঘাট থানায় মামলা করলে পুলিশ রুবেলকে গ্রেপ্তার করে।