রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন

হাইতিতে কারাগারে সহিংসতায় ২৫ জনের মৃত্যু

হাইতিতে কারাগারে সহিংসতায় ২৫ জনের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

হাইতিতে একটি কারাগার থেকে চার শ’র বেশি আসামি পালিয়ে গেছে। কারাগারটিতে সহিংসতা ছড়িয়ে পড়ায় তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার একদিন পর এ তথ্য জানা যায়। এ সহিংস ঘটনায় জেলখানার পরিচালকসহ ২৫ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

এএফপি’র ভিডিও ফুটেজে বৃহস্পতিবার কারাগারটির বাইরে কমপক্ষে তিনজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া সশস্ত্র গার্ডের হাতে ধরা পড়া আসামিদের ট্রাকে করে ফেরত আনতে দেখা যায়।

রাজধানী পোর্ট-অঁ-প্রিন্সের উপকণ্ঠে অবস্থিত ওই কারাগার থেকে বৃহস্পতিবার গণহারে আসামি পালিয়ে যাওয়ার ঘটনার ব্যাপারে সেক্রেটারি অব কমিউনিকেশন ফ্রাঞ্জ এক্সান্তাস বলেন, ‘ছয় বন্দি ও বিভাগীয় পরিদর্শক পল হাক্টর জোসেফসহ ২৫ জন নিহত হয়েছেন।’

এক সংবাদ সম্মেলনে এক্সান্তাস বলেন, ‘নিহতদের মধ্যে অনেক সাধারণ নাগরিক রয়েছে। আসামিরা পালিয়ে যাওয়ার সময় তাদের হাতে এসব নাগরিক নিহত হন।’

তিনি আরো বলেন, শুক্রবার সকালে ক্রইক্স-দেস বৌকুয়েটস কারাগারের মোট এক হাজার ৫৪২ আসামির মধ্যে এক হাজার ১২৫ জনকে তাদের সেলে পাওয়া যায়।

খবরে বলা হয়, নিহত আসামিদের একজন হলো অপরাধী চক্রের নেতা আর্নেল জোসেফ। কারাগারের প্রায় ১২০ কিলোমিটার উত্তরে একটি পুলিশ চেক পয়েন্টে শুক্রবার গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান।

এক্সান্তাস বলেন, ‘আর্নেল জোসেফ পুলিশের হাতে নিহত হন। এক পুলিশ টহল দল একটি মটরসাইকেল থামানোর নির্দেশ দিলেও তা অমান্য করে চলে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। এতে আর্নেল জোসেফ নিহত হন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877