বিনোদন ডেস্ক:
এবার ভালো কাজের রাজনীতির পথ দেখাবেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। গত ২২ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি ওয়েব সিরিজের ঘোষণা দিয়েছেন তিনি। একটি পোস্টার শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘নোংরা রাজনীতি তো অনেকেই করতে পারে, কিন্তু ভালো কাজ কজনে করে! কে এই রুমানা?’ পোস্টারে দেখা গেছে রাজনৈতিক নেত্রীর অবতারে নতুন রূপের মিথিলাকে। স্মিত হাসিতে এক হাত উঁচিয়ে জনতাকে অভিবাদন জানানোর ভঙ্গিমায় দাঁড়িয়ে তিনি।
মিথিলা জানান, ওয়েব সিরিজটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে। এর বেশি কিছুই জানাননি তিনি। সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর অনেকেই আশা করেছিলেন, পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই চলচ্চিত্র নির্মাতার সিনেমাতে হয়তো শিগগিরই দেখা যাবে মিথিলাকে। কিন্তু এখনো দর্শকদের তেমন আশা পূরণের কোনো ইঙ্গিত দেখা যায়নি। বরং দেশে-বিদেশে ঘোরাঘুরির ছবিতেই ভরে আছে দুজনের ইনস্টাগ্রাম ও ফেসবুক।