বিনোদন ডেস্ক:
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘ক্লোজআপ ওয়ান ২০০৬’ এর তারকা নিশিতা বড়ুয়া। গতকাল জমকালো আয়োজনে রাজধানীর বাড্ডার একটি রোস্তোরাঁয় তার গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। আর আগামীকাল বিয়ে। নিশিতার বরের নাম দীপংকর বড়ুয়া। যিনি পেশায় একজন ব্যাংকার।
নিশিতা বলেন, ‘দুই পরিবারের পক্ষ থেকেই সব আয়োজন হয়েছে। মজার বিষয় হলো আমাদের দুজনের বাড়িই চট্টগ্রামে। তবে কবে সেখানে যাব তা এখনও ঠিক হয়নি।’
গায়ে হলুদ অনুষ্ঠানে দুই পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন নিশিতার দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুরা। অনুষ্ঠানে অংশ নেন সংগীতশিল্পী সাব্বির জামান, মুহিন, খান, কিশোর দাস, প্রতীক হাসান, লিজাসহ অনেকে।
জানা গেছে, চার বছরের পরিচয় দীপংকর ও নিশিতার। এরপর পারিবারিকভাবেই তাদের বিয়ের আয়োজনটি করা হচ্ছে।