স্বদেশ ডেস্ক:
বিভিন্ন প্রলোভনে ধর্মান্তরিত করে এক নারী সরকারি কর্মকর্তাকে বিয়ের প্রস্তাব পাঠানোর অভিযোগ উঠেছে পটুয়াখালীর বাউফল উপজেলা প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে রাজিব বিশ্বাস নামক ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই নারী সরকারি কর্মকর্তার বাবা।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১৬ সালের ৮ জুলাই গণপূর্ত মন্ত্রণালয়ের একজন উপ-সহকারী প্রকৌশলীর সঙ্গে ওই নারী কর্মকর্তাকে বিয়ে দেন তার পিতা। কিন্তু ওই নারী কর্মকর্তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে রাজিব তার বিচ্ছেদ ঘটায়। বর্তমানে ওই নারী কর্মকর্তাকে ধর্মান্তরিত করে বিয়ের পাঁয়তারা করছে হিন্দু সম্প্রদায়ের রাজিব।
এ মাসের শুরুর দিকে রাজিব ওই নারী কর্মকর্তাকে ধর্মান্তরিত পূর্বক তার খালু ওহাব শিকদারের কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। এ ঘটনায় নিরুপায় হয়ে গত ৯ ফেব্রুয়ারী রাজিবের বিরুদ্ধে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিবের কাছে লিখিত আবেদন জানান ওই নারী কর্মকর্তার পিতা।
এ বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা রাজিব বিশ্বাসের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।