শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিপদে সানি লিওন

বিপদে সানি লিওন

বিনোদন ডেস্ক: সানি লিওনের ‘অনামিকা’র শুটিং সেটে আচমকা গুন্ডাদের হানা। কোনোরকমে ভ্যানিটি ভ্যানে ঢুকে প্রাণে বাঁচলেন এই অভিনেত্রী। কেন হঠাৎ গুন্ডাদের আক্রমণ? কী এমন ঘটলো ? পরিচালক বিক্রম ভাটের কাছে ৩৮ লাখ টাকা দাবি করেন এই গুন্ডা বাহিনী। গুন্ডাদের এ এরকম কাণ্ডকারখানায় রীতিমতো আতঙ্কিত পরিচালক ও টিমের কলাকূশলীরা। ঘটনার জেরে পরিচালককে সেদিনের জন্য শুটিং স্থগিত রাখতে হয়।পরবর্তী সময়ে অন্যত্র শুটিংয়ের অনুমতি নিতে হয় পরিচালককে। সূত্রের খবর, যাদের গুন্ডা বলা হচ্ছে, খ্যাতনামা অ্যাকশন ডিরেক্টর আব্বাস আলি মঘুল-এর দলবল হলো এই গুন্ডা বাহিনী। এনারা সবাই ফাইটার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। এর আগে অ্যাকশন ডিরেক্টর আব্বাস আলি মঘুল, পরিচালক বিক্রম ভাটের সঙ্গে আগে ৮টি প্রোজেক্টে কাজ করেছিলেন।

হঠাৎ শুটিং সেটে এসে পরিচালক বিক্রম ভাটের কাছে ৩৮ লাখ টাকা দাবি করেন ওরা। সে ছবিগুলির পারিশ্রমিক নাকি এখনো দেওয়া হয়নি। সেই টাকা চেয়েই আচমকা গুন্ডা বাহিনীর তান্ডব বলে খবর। পরিচালক বিক্রম ভাট অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তার সঙ্গে আব্বাস আলি মঘুলের কোনও চুক্তি ছিল না। ইতিমধ্যেই বিক্রম ভাট এ ধরনের হামলার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এবং আব্বাস আলি মঘুলকে আইনি চিঠি পাঠিয়েছেন। ঘটনা প্রসঙ্গে পরিচালক বিক্রম ভাট জানিয়েছেন এই ঘটনা তাকে যথেষ্ট আতঙ্কিত করেছে। প্রথমে হতবাক হয়ে গিয়েছিলেন তিনি। সেই মুহূর্তে কী করণীয় তা বুঝে উঠতে পারছিলেন না তিনি। সেই মুহূর্তে ওনার প্রথম কনসার্ন হয়, সানি লিওন যেন নিরাপদে থাকেন। তাই তাকে দ্রুত ভ্যানিটি ভ্যানে তুলে দেওয়া হয়। আলি আব্বাসকে তিনি যে চেকগুলো দেবেন ,তার স্ন্যাপশটগুলি পাঠাতে বাধ্য করা হয়। এদিকে কয়েকদিন আগে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল সানি লিওনের বিরুদ্ধেও । মোট ২৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877