স্বদেশ ডেস্ক:
সাভারের আশুলিয়ায় কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ রোববার ভোর রাতে আশুলিয়ার গাজীরচটে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
অভিযুক্তরা হলেন-আশুলিয়ার গাজীরচট দরগাড়পাড়ের মোখলেস হোসেনের ছেলে সাইফুল ইসলাম বাবু ও আরিফ, একই এলাকার আনোয়ার হোসেনর ছেলে আবু বক্কর ও নান্নু মোল্লার ছেলে রানা মোল্লা।
ভুক্তভোগী কিশোরী ও পুলিশ জানান, ভুক্তভোগী কিশোরী কারখানার ছুটি শেষে গত বুধবার রাত ৮টার দিকে আশুলিয়ার গাজিরচট এলাকায় বান্ধবীর বাসা থেকে নিজের ভাড়া বাসায় ফিরছিলেন। ফেরার পথে পরিচিত দুই পুরুষ সহকর্মীর সঙ্গে কথা বলছিল। এসময় অভিযুক্ত ৪ জন দুই পুরুষ সহকর্মীকে মারধর করে তাড়িয়ে দিয়ে ওই কিশোরীকে তুলে নিয়ে সাইফুল ইসলাম বাবুর বাড়িতে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গণধর্ষণ করে। কিন্তু অভিযুক্তদের হুমকিতে ভয়ে ভুক্তভোগী কিশোরী বিষয়টি নিয়ে চুপচাপ থাকেন। পরে গতকাল শনিবার রাতে বিষয়টি জানাজানি হলে পুলিশের সহায়তায় আজ রোববার ভোর রাতে ওই ৪ জনকে আটক করে।
এ ঘটনায় গতকাল শনিবার রাতে ভুক্তভোগী কিশোরী থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, গণধর্ষণের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।