বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন

‘পার্কের বদলে জেলে যেন ভালোবাসা দিবস না কাটে’

‘পার্কের বদলে জেলে যেন ভালোবাসা দিবস না কাটে’

স্বদেশ ডেস্ক:

ভালোবাসা দিবসে যাতে ইভটিজিং না হয় সে জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন, পিপিএম। দিনটি যেন পার্কেই কাটে, জেলে নয়- এমন সতর্ক বার্তা দিয়েছেন তিনি।

গতকাল শনিবার রাত সাড়ে আটটায় মোহাম্মদ মোহসিন তার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে এ হুঁশিয়ারি দেন। তার দেওয়া পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ফেসবুক পোস্ট ওসি লেখেন, ‘কাল ভ্যালেন্টাইন্স ডে (বিশ্ব ভালোবাসা দিবস)। এটাকে ‘‘ইভটিজিং ডে’’ বানাবেন না। পার্কের বদলে জেলে যেন কালকের দিন না কাটে!’

ওসি মোহাম্মদ মোহসিনের দেওয়া পোস্ট

 

আজ শুক্রবার সকাল পর্যন্ত ডবলমুরিং থানার ওসির দেওয়া পোস্টটিতে প্রতিক্রিয়া (রিঅ্যাক্ট) হয়েছে ২৩ হাজার, মন্তব্য করেছেন এক হাজার ১০০ জন আর পোস্টটি শেয়ার হয়েছে এক হাজার বারেরও বেশি।

এমডি সজিব নামে একজন মন্তব্য করেছেন, ‘বেহায়াপনার সবোর্চ্চ সীমা অতিক্রম হবে কালকে, প্রত্যেকটা পার্ক, আবাসিক হোটেলগুলো পতিতালয়ে পরিণত হবে। স্যার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।’

সৈয়দা আরজু আক্তার নামের একজন লিখেছেন, ‘শহরের পার্কগুলো পুলিশ দ্বারা অবরোধ করা হউক। আর পুলিশবাহিনির টহল হউক প্রত্যেকটি পার্কে কঠোর ব্যবস্থা নেওয়া হউক।’

মোহাম্মদ শাহীন রেজা নামের একজন লিখেছেন, ‘ভালোবাসা দিবস হোক মানবতা পথচারী অবহেলিত শিশুদের কাছে একটু ভালোবাসা ভাগ করাই প্রকৃত ভালোবাসা। ভালোবাসা দিবস নোংরামির দিবস নয়, আমরাই বেহায়া কর্মক্ষেত্রে নোংরামো বানিয়ে ফেলছি। ভালোবাসা দিবস শুধু ১ দিনের উৎসব নয়, প্রতিদিনি হোক ভালোবাসা দিবস আর্তমানবতার প্রাণে।’

এ বিষয়ে ওসি মোহাম্মদ মোহসিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আজ অনেক কাপল ঘুরতে বের হবেন। একইসঙ্গে তাদেরকে ইভটিজিং করার জন্য বখাটেরাও থাকবে। এমন যাতে না হয় সে জন্যই এই বার্তা দেওয়া হয়েছে। তবুও কেউ যদি তা না মানেন তবে পার্কসহ বিনোদন কেন্দ্রগুলোতে আমাদের সদস্যরা উপস্থিত থাকবেন, তারা তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেবেন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877