বিনোদন ডেস্ক: ফেসবুকে ট্রোলড হলেন অভিনেত্রী মধুমিতা সরকার। ছবি তোলার ধরন থেকে উন্মুক্ত বক্ষ বিভাজিকা, সব কিছু নিয়েই তাকে কটাক্ষের তিরে বিঁধলেন নেটাগরিকদের একাংশ।
সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মধুমিতা। অভিনেত্রীর পরনে ছিল হাতকাটা, ডিপ নেক টপ, গলায় সরু স্কার্ফ। স্পষ্ট তার বিভাজিকা। ছবি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই অশ্লীল মন্তব্যে তার কমেন্ট বক্স ভর্তি। একজন লিখেছেন, এই ছবির জন্য পেজ আনলাইক দিলাম। দিনে দুপুরে ভয় পেয়ে গিয়েছি। অন্য একজন প্রশ্ন করলেন, মিডিয়াতে কাজ করছ তাও কেন এমন পোজ? আর কত প্রোডাকশন এবং ডিরেক্টরের অ্যাটেনশন লাগবে তোমার?।