মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৪:০২ অপরাহ্ন

যুক্তরাজ্যে করোনায় মৃত্যু-আক্রান্ত কমছে

যুক্তরাজ্যে করোনায় মৃত্যু-আক্রান্ত কমছে

স্বদেশ ডেস্ক: যুক্তরাজ্যে মহামারি করোনার প্রকোপে এখন পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৭৯৮ জনের মৃত্যু হয়েছে। তবে, শুরুর দিকে থেকে দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু দুটোই কমেছে। দেশটির প্রতিটি অঞ্চলের জনগণকে ভাইরাস প্রতিরোধে টিকা প্রয়োগের কারণে বর্তমান অবস্থায় বিরাজ করছে।

ভ্যাকসিন ছাড়াও যুক্তরাজ্যে লকডাউন সতকর্তা বেশ ভালোভাবেই পালন করছে জনগণ। বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটিতে গত ছয় সপ্তাহের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল সোমবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল সর্বনিম্ন।

যুক্তরাজ্যের স্বাস্থ্যকর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সোমবার সেখানে মৃত্যু হয়েছে ৩৩৩ জনের। গত রোববার করোনায় মৃত্যু হয়েছে ৩৭৩ জন, আগের দিন শনিবার ৮২৮ জন এবং গত শুক্রবার ছিল এক হাজার ১৪ জন।

সোমবার দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১০৪ জন। গত রোববার এর পরিমান ছিল ১৫ হাজার ৮৪৫ জন, আগের দিন শনিবার ছিল ১৮ হাজার ২৬২ জন।

গতকাল সোমবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ৫৯ হাজার ৭৮৪ জন।

উল্লেখ্য, যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ২৯ লাখ ৪০ হাজার ছয় জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন পাঁচ লাখ ১২ হাজার ৫৮১ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877