বিনোদন ডেস্ক: মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডে যে পরিমান গিনেস বুক অব রেকর্ড করেছেন, তা নিয়ে বিচারে আরও একটি রেকর্ড লেখা হয়ে যাবে। এখন পর্যন্ত ২০ বার গিনেসে নাস তুলেছেন তিনি। একজন গায়িকা হিসেবে এ রেকর্ড তার চেয়ে খুব কম মানুষেরই আছে।
আরিয়ানা নতুন অ্যালবাম প্রকাশ করলেই রেকর্ড হওয়াটা এখন নিয়মে পরিনত হয়েছে। রেকর্ড ২০ বার গিনেস বুকে নাম ওঠা তো চাট্টিখানি কথা নয়, আরও তো আছে কত-শত। ২০১৯ সালের অক্টোবরে মুক্তি পাওয়া অ্যালবাম ‘পজিশনস’র একটি গান প্রকাশ হতেই সেটি বিলবোর্ড হট’র প্রথম ১০০ তে। তা ছাড়া তার মুক্তিপ্রাপ্ত অ্যালবামের পর পর পাঁচটি গানই বিলবোর্ড টপ চার্টের শীর্ষে ওঠে।
পরপর পাঁচ গান শীর্ষে ওঠায় গিনেস বুক কর্তৃপক্ষ আরিয়ানাকে আরও একটি স্বীকৃতি দেয়, যেটি তার জীবনে ২০তম। এর আগে কোনো মার্কিন গায়িকা এই রেকর্ড করতে পারেনি।
‘পজিশন’ছাড়া শীর্ষে জায়গা পাওয়া গ্রান্দের অন্য সিঙ্গলগুলো হলো- ‘থ্যাংক ইউ, নেক্সট’, ‘সেভেন রিংস’, ‘স্টাক উইথ ইউ’ও ‘রেইন অন মি’। তার বাকি ১৯টি রেকর্ডের মধ্যে আছে ‘স্পটিফাই‘য়ে (অডিও স্ট্রিমিং সাইট) সবচেয়ে বেশি প্রচাররিত গান।