স্বদেশ ডেস্ক: সৌদি আরবে করোনাভাইরাস সংক্রমণ এক মাসের ব্যবধানে চার গুণ বাড়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই তথ্য জানান।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মোহাম্মদ আল-আবদ আল-আলি জানান, মূলত রেস্টুরেন্ট ও বিয়ের অনুষ্ঠানে লোক সমাগমের কারণে ভাইরাস সংক্রমণ নতুন করে বেড়েছে।
ডা. মোহাম্মদ আল-আবদ আল-আলি সাধারণ মানুষকে করোনাভাইরাস সংক্রমণ রোধে হাত ধোয়া, মাস্ক পরা ও নিরাপদ শারীরিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান।
তিনি আরো জানান, এ পর্যন্ত সৌদি আরবে চার লাখ ৪৩ হাজার এক শ’ ৫৩ করোনা সংক্রমণ প্রতিরোধী টিকা দেয়া হচ্ছে।
করোনাভাইরাস সংক্রমণ তদারককারী জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, গত বছরের মার্চে সৌদি আরবে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের পর সোমবার সকাল পর্যন্ত দেশটিতে তিন লাখ ৭০ হাজার দুই শ’ ৭৮ জন ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন তিন লাখ ৬১ হাজার ৫১৫ জন। মৃত্যু হয়েছে ছয় হাজার চার শ দুইজনের।
সূত্র : আরব নিউজ