স্বদেশ ডেস্ক: ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় হিমবাহ ধসের ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১৭০ জন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গতকাল রোববার অলকনন্দা ও ধউলিগঙ্গা নদীতে প্রবল হড়পা বান দেখা দেয়, পানির তোড়ে পাঁচটি সেতু ভেসে যায়, ঘরবাড়ি ও নিকটবর্তী এনটিপিসি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ঋষিগঙ্গার কাছে একটি ছোট জল বিদ্যুৎ কেন্দ্রও ধ্বংস হয়। ওই ঘটনায় যে ১৭০ জন নিখোঁজ রয়েছেন, তাদের মধ্যে এনটিপিসির ১৪৮ জন কর্মী ও ঋষিগঙ্গার ২২ জন রয়েছেন।
ঘটনাস্থলে জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভারত-তিব্বত সীমান্তরক্ষী বাহিনীর কয়েকটি টিমও মোতায়েন করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী তাদের সৈন্য ও দেশটির নৌবাহিনী সাতটি ডুবুরি দল পাঠিয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি প্রত্যেক নিহতের পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে আরও ২ লাখ রুপি করে। যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রত্যেকের চিকিৎসার জন্য দেওয়া হবে ৫০ হাজার রুপি করে।
এর আগে নরেন্দ্র মোদি টেলিফোনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে বলেছিলেন, ‘ভারত উত্তরাখণ্ডের পাশে আছে, পুরো দেশ সেখানকার সবার জন্য প্রার্থনা করছে।’