শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক দৃশ্যের জন্য ৩০ কোটি!

এক দৃশ্যের জন্য ৩০ কোটি!

‍স্বদেশ ডেস্ক: কঙ্গনা রানাউতের ‘ধাকড়’ নিয়ে প্রায়ই নতুন নতুন খবর উঠে আসছে। এবার ছবিটিকে নিয়ে নতুন খবর জানালেন বলিউড ‘কুইন’। গত শুক্রবার টুইটারে শুটিংয়ের একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি এমন কোনো পরিচালক দেখিনি, যিনি মহড়ার জন্য এত সময় আর গুরুত্ব দেন।

গত শনিবার রাত থেকে সবচেয়ে বড় অ্যাকশন দৃশ্য শুট করা হবে। তার প্রস্তুতি দেখে আমি হতবাক হয়ে গেছি। আমি অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছি। ৩০ কোটি টাকার বেশি শুধু একটা অ্যাকশন দৃশ্যের জন্যই খরচ করা হচ্ছে।’

স্পাই-অ্যাকশন ঘরানার ছবি ‘ধাকড়’। এই ছবিতে কঙ্গনাকে এক গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে। রজনীশ রাজি ঘাই পরিচালিত এই ছবিতে চোখ ধাঁধানো সব অ্যাকশন দৃশ্য আছে। এসব দৃশ্য কঙ্গনা জীবনের ঝুঁকি নিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু নির্মাতা রাজি হননি। তাই বুলগেরিয়া থেকে এক স্ট্যান্টউইম্যান নিয়ে আসা হয়েছে, যার শারীরিক গঠন অনেকটা কঙ্গনার মতো। এখন এই স্ট্যান্টউইম্যানকে দিয়ে কঙ্গনার ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলো করাচ্ছেন পরিচালক। কঙ্গনার সঙ্গে ‘ধাকড়’ ছবির মূল চরিত্রে আছেন অর্জুন রামপাল ও দিব্য দত্ত। কঙ্গনা আগে জানিয়েছিলেন, এই ছবি এ বছর ১ অক্টোবর মুক্তি পাবে।

এরই মধ্যে কঙ্গনা ‘থালাইভা’ ছবির শুটিং শেষ করেছেন। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী, তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবনের ওপর নির্মিত এই বায়োপিকটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। ‘থালাইভা’ ছবিতে কঙ্গনা ছাড়া যিশু সেনগুপ্ত, অরবিন্দ স্বামী, প্রকাশ রাজসহ আরও অনেকে আছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877