মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় করোনায় আরো ১৫ জনের মৃত্যু, শনাক্ত ২৯২

২৪ ঘণ্টায় করোনায় আরো ১৫ জনের মৃত্যু, শনাক্ত ২৯২

স্বদেশ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ২০৫জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২৯২ জন। মোট শনাক্ত ৫ লাখ ৩৮ হাজার ৬২জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৫৩১জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৮৩হাজার ৩৭২ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২০৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫৬২টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৭লাখ ৪৯হাজার ১২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৮৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877