বিনোদন ডেস্ক: ভারতের বিতর্কিত কৃষি বিল নিয়ে দেশটির কৃষকরা অনেকদিন থেকেই আন্দোলন করছেন। এ প্রসঙ্গে অধিকাংশ বলিউড তারকাকে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। তবে সম্প্রতি পপ তারকা রিয়ান্না ও সমাজকর্মী গ্রেটা থুনবার্গ কৃষকদের সমর্থন করার পর অনেকে মুখ খুলতে শুরু করেছেন। সেই তালিকায় সর্বশেষ নাম সালমান খান।
সম্প্রতি কৃষক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘সঠিক কাজটিই করা উচিত। সবচেয়ে সঠিক সিদ্ধান্ত আমাদের নিতে হবে। সবচেয়ে মহানুভব কাজটিই করতে হবে।’ এদিকে কৃষি বিল নিয়ে আন্তর্জাতিক তারকাদের টুইটের পর ভারতের বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচার’ না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বলিউড তারকারা।
অভিনেতা অজয় দেবগন লেখেন, ‘ভারত কিংবা ভারতীয় নীতির বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচার করবেন না। এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো এবং সংঘাত এড়িয়ে চলা খুব জরুরি।’ সুনীল শেঠি লেখেন, ‘আংশিক সত্য জানার চেয়ে বিপজ্জনক আর কিছু নেই।’