স্বদেশ ডেস্ক: চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ অল আউট হওয়ার পর প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ দলে শুরুতেই আঘাত হানে মুস্তাফিজ। ম্যাচের পঞ্চম ওভারে মুস্তাফিজের বলে এলবিডব্লিউ-এর শিকার হয়ে মাত্র তিন রান করে সাজঘরে ফেরেন উইন্ডিজ ওপেনার জন ক্যাম্পবেল।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভারে ক্যারিবীয়দের সংগ্রহ ২৪ রান।
এর আগে গতকাল বুধবার টস জিতে আগে ব্যাট করতে নামে স্বাগতিকরা। আজ দুপুরে সবকটি উইকেট হারিয়ে ৪৩০ রানে সেই ইনিংস শেষ হয় টাইগারদের।
এদিন ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি অর্জন করেন টাইগার দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ২৬ মাস পর ক্রিকেটে নেমে ১৬৮ বল ১০৩ রান করেন তিনি।
২২৪ মিনিট ক্রিজে থেকে উইন্ডিজ স্পিনার রাকিম কর্নওয়ালের বলে কার হোডগের হাতে ক্যাচ দেওয়ার আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩টি চার হাঁকান মিরাজ।
এছাড়া টাইগারদের পক্ষে সাকিব করেন ৬৮ এবং ওপেনার সাদমান ইসলাম করেন ৫৯ রান।