শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন

পপি বললেন, বিয়ে করা কি কোন অপরাধ?

পপি বললেন, বিয়ে করা কি কোন অপরাধ?

বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় ছবি। কিছুদিন আগে তিনি শেষ করেছেন সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’ এবং রাজু আলীম ও মাসুমা তানির ‘ভালোবাসার প্রজাপতি’ ছবির কাজ।

সম্প্রতি মিডিয়াপাড়ায় গুঞ্জন উঠেছে এক প্রবাসী ব্যবসায়ীকে বিয়ে করেছেন তিনি। আবার কেউ কেউ বলছেন, ষাটোর্ধ্ব বিবাহিত এক প্রকৌশলীকে বিয়ে করেছেন পপি। এর মধ্যে তার মুঠোফোনও ছিল বন্ধ। ফলে গুঞ্জনের ডালপালা ছেয়ে যায় শোবিজ পাড়ায়।

এমন খবরে চটেছেন চিত্রনায়িকা পপি। তার ভাষ্য, ‘যার যখন যা মনে চায় তাই ছেপে দিচ্ছে। কারও নিউজ করার আগে, তার সঙ্গে কথা না বলেই যাচ্ছে তাই দিয়ে নিউজ করছে। এটা কেমন কথা। একজন মানুষের ফোন বন্ধ, তার তো অন্য কোনো সমস্যাও থাকতে পারে।’

তিনি আরও বলেন, ‘একজন শিল্পী যখন না খেয়ে থাকে কই তখন তো তার পাশে কেউ এভাবে এগিয়ে আসে না, আজ যেভাবে আগ্রহ নিয়ে শিল্পীদের বিয়ে-বিচ্ছেদের খবর ছাপানো হয়। শিল্পীদের ব্যক্তিজীবন নিয়ে যেভাবে আগ্রহ দেখানো হয়, তাদের দুঃসময়ে তো তাদেরকে পাওয়া যায় না। কিছুসংখ্যক লোক শিল্পীদের এভাবে বিক্রি করেই খায়।’

গুঞ্জন প্রসঙ্গে জানতে চাইলে পপি বলেন, ‘বিয়ে করা কি কোনো অপরাধ? কিন্তু না জেনে যার-তার সঙ্গে বিয়ে দেওয়া তো অপরাধ! এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিৎ। আমি তাই করবো।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877