শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

মির্জাগঞ্জে প্রতিপক্ষের হামলায় জামাতের আমির নিহত

মির্জাগঞ্জে প্রতিপক্ষের হামলায় জামাতের আমির নিহত

স্বদেশ ডেস্ক: পটুয়াখালীর মির্জাগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় উপজেলা জামাতে ইসলামি আমির ও মাদ্রাসা শিক্ষক মাওলানা মো. আবদুল মান্নান মুজাহিদ (৫৬) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলেসহ আরও ৪ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দেউলী ইউনিয়নের লেমুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন- নিহতের চাচাতো ভাই মো. আজাহার হাওলাদার (৬৫), মো. শাকির হাওলাদার (৩৫), সাইদুর রহমান(২৮) ও মো. হানিফ হাওলাদার। আহতদের বরিশাল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, একই গ্রামের মো. কেতাব আলী গংদের সাথে দীর্ঘদিন ধরেই জমি জমা নিয়ে বিরোধ চলছিল। আগামীকাল শুক্রবার জমি মাপার কথা ছিল। কিন্তু আজ ঘটনার দিন নিহত মো. আবদুল মান্নান মুজাহিদী স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতে জমিতে খড়ের গাদার মাটি কাটছিলেন। এ সময়ে কেতাব আলী ও তার পুত্র লিটনসহ অন্য পুত্ররা তার উপর হামলা করে।

অন্যরা তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদেরকে উদ্ধার করে মির্জাগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাওলানা মো. আবদুল মান্নান মুজাহিদীকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি এম. শওকত আনোয়ার ইসলাম বলেন, এ ঘটনায় কেতাব আলীসহ দুজনকে আটক করা হয়েছে। তাকে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877