স্পোর্টস ডেস্ক: সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ। রান উৎসবের এই বিশ্বকাপে প্রতিপক্ষ ভারতের সামনে টার্গেট মাত্র ২৪০ রান। কিন্তু ব্যাট হাতে মাঠে নেমে রোহিত-কোহলি-রাহুল আউট হয়েছেন দলীয় ৫ রানের মধ্যেই! আজ বুধবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ৫ রানে এই তিন উইকেট তুলে নেয় নিউজিল্যান্ড। শুরুতেই দলের সেরা এই তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পড়ে যান কোহলিরা।
রোহিত-রাহুল-কোহলি প্রত্যেকেই আউট হন এক রান করে, যা বিশ্বকাপ তো নয়-ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে আগে কখনো ঘটেনি। রোহিত-রাহুলকে ফিরিয়েছেন ম্যাট হ্যানরি। আর ক্যাপটেন বিরাট কোহলিকে ফেরান ট্রেন্ট বোল্ট। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বিশ্বসেরা এই ব্যাটসম্যান।
এর আগে নিউজিল্যান্ড নির্ধারিত ওভার শেষে ২৩৯ রান করে আট উইকেট হারিয়ে। ম্যানচেস্টারে এই খেলা গতকাল শুরু হলেও বৃষ্টির কারণে আজও চলছে রিজার্ভ ডে’তে। গতকাল ৪৬ ওভার ১ বল হওয়ার খেলা আর গড়ায়নি মাঠে।