রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন

নিখোঁজের ১ মাস পর জাপা নেতার লাশ উদ্ধার, রোহিঙ্গা কর্মচারীসহ আটক ২

নিখোঁজের ১ মাস পর জাপা নেতার লাশ উদ্ধার, রোহিঙ্গা কর্মচারীসহ আটক ২

স্বদেশ ডেস্ক: লোহাগাড়ায় নিখোঁজের এক মাস পর জাতীয় পার্টি নেতা ও ব্যবসায়ী আনোয়ার হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ার তার খামার এলাকায় মাটিচাপা দেয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

আনোয়ার হোসেনকে উদ্ধারে প্রায় এক মাস চেষ্টার পর তার লাশটি উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় স্থানীয় আসিফ ও মিয়ানমার নাগরিক আনছার নামের আনোয়ারের খামারের দুজন কর্মচারীকে আটক করেছে পুলিশ।

আনোয়ার হোসেন (৪২) লোহাগাড়া সদর ইউনিয়নের মৃত আহমদ সওদাগরের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে উপজেলার জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর রাতে খামার থেকে বটতলী ফোরকান টাওয়ারের বাসায় ফেরার পথে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পর দিন ৩১ ডিসেম্বর সকালে আনোয়ার হোসেনের ছোট ভাই মো: সেলিম লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, আনোয়ার নিখোঁজের পর গত ২১ জানুয়ারি অজ্ঞাতনামা অপহরণকারীদের বিরুদ্ধে মামলা করেন স্ত্রী নার্গিস আক্তার। মামলার পরে পুলিশ বিভিন্ন সোর্স ও প্রযুক্তির মাধ্যমে নিখোঁজ আনোয়ারকে উদ্ধারের চেষ্টা চালায়। সোর্স ও বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়ে গ্রেফতার করে আসিফ ও আনচার নামের আনোয়ারের খামারের পলাতক দুজন কর্মচারীকে।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী আনোয়ার মাটিচাপা অবস্থায় আছে বলে নিশ্চিত হয় পুলিশ।

উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবীব জিতু, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু, অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, ওসি তদন্ত রাশেদুল ইসলামসহ চট্টগ্রাম জেলা পুলিশের একটি টিম নিয়ে লোহাগাড়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877