শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন

সব কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর

সব কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর

স্বদেশ ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, সকাল থেকে ভোট কার্যক্রম পর্যবেক্ষণ করছি। খবর পেয়েছি বিভিন্ন কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। খবর পেয়ে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে দেখতে পেয়েছি এজেন্টদের কার্ড ছিঁড়ে তাদের বের করে দেওয়া হয়। পরে আমি তাদের আবার কেন্দ্রে প্রবেশ করানোর ব্যবস্থা করেছি।

আজ বুধবার সকাল ১০টার দিকে বাকলিয়া টিচার্স ট্রেনিং কলেজের প্রশাসনিক ভবন কেন্দ্রে ভোট দেন শাহাদাত। এই কেন্দ্রে বিএনপির এজেন্ট পাওয়া যায়নি। এ প্রসঙ্গে শাহাদাত বলেন, ‘সব কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭৩৫। এর মধ্যে ৪২৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ, যা মোট ভোটকেন্দ্রের মধ্যে ৫৬ শতাংশ।

শাহাদাত বলেন, ‘ভোটের পরিবেশ আমার জন্য এক রকম, সাধারণ ভোটারদের জন্য অন্য রকম। আমার বাড়ির একাধিক লোক, এমনকি দারোয়ানকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।’

শাহাদাত বলেন, ‘এ কেন্দ্রে ৬৩৬টি ভোট। দুই ঘণ্টা পর আমিসহ ৯টি ভোট পড়েছে।’

বিএনপির মেয়র প্রার্থী বলেন, ‘ভোটারদের না আসার জন্য যত ধরনের মেকানিজম আছে, করছে। আমি তো প্রশাসনের বিরুদ্ধে নির্বাচন করছি। প্রশাসন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীর মতো কাজ করছে।’

শাহাদাত তার কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগও তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকদের বিরুদ্ধে। তিনি জানান, জামালখানসহ বেশ কয়েকটি কেন্দ্রে তার ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। অনেক জায়গায় হামলা করা হয়েছে। এতে তার ১৫ জন কর্মী সমর্থক আহত হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877