বুধবার, ১৫ মে ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২১ লাখ ১৮ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২১ লাখ ১৮ হাজার ছাড়াল

স্বদেশ ডেস্ক: কোভিড-১৯ আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২১ লাখ ১৮ হাজার ছাড়িয়ে গেছে। সেই সাথে শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৮৭ লাখ অতিক্রম করেছে।

রোববার সকাল ৯টার দিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ২১ লাখ ১৮ হাজার ৮০৮ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৮৭ লাখ ১ হাজার ৪৭০ জনে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারী ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ৩৬০ জন করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ১৭ হাজার ৩৮২ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত প্রায় ১ কোটি ৬ লাখ ৩৯ হাজার এবং মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ১৮৪ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৮৮ লাখ ১৬ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ২ লাখ ১৬ হাজার ৪৪৫ জনের।

রোগী শনাক্তের দিক দিয়ে তালিকার পরবর্তী কয়েকটি দেশ হলো রাশিয়া (৩৬ লাখ ৫৮ হাজারের বেশি), যুক্তরাজ্য (৩৬ লাখ ২৭ হাজারের বেশি), ফ্রান্স (৩০ লাখ ৯৩ হাজারের বেশি) ও স্পেন (২৪ লাখ ৯৯ হাজারের বেশি)।

মৃতের দিক দিয়ে বিশ্বে চতুর্থ স্থানে আছে মেক্সিকো (১ লাখ ৪৭ হাজার ৬১৪ জন)। এরপর যুক্তরাজ্যে ৯৭ হাজার ৫১৪ জন, ইতালিতে ৮৫ হাজার ১৬২ জন, ফ্রান্সে ৭৩ হাজার ১৮ জন ও রাশিয়ায় ৬৭ হাজার ৯১৯ জন মারা গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877