স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাটলেতিক বিলবাওয়ের কাছে হারে বার্সেলোনা। এ ম্যাচে বিলবাওয়ের এক খেলোয়াড়কে থাপ্পর মেরে লাল কার্ড দেখেন বার্সা অধিনায়ক মেসি। শুধু লাল কার্ড নয়, সঙ্গে দুই ম্যাচের জন্য নিষিদ্ধও হন এ তারকা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, স্প্যানিশ ফুটবল ফেডারেশন কমিটির (আরএফইএফ) পক্ষ থেকে মেসিকে দেওয়া নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করেছিল বার্সা কর্তৃপক্ষ। তবে বার্সার আপিল প্রত্যাখ্যান করেছে আরএফইএফ কর্তৃপক্ষ। এর ফলে মেসির বিরুদ্ধে আগেই দেওয়া নিষেধাজ্ঞা বহাল থাকছে।
বিলবাওয়ায়ের ম্যাচে পাওয়া নিষেধাজ্ঞার কারণে কোপা দেল রে’তে করনেয়ার বিপক্ষে খেলতে পারেননি মেসি। লা লিগায় ক্লাবটির পরবর্তী ম্যাচ এলচে’র বিপক্ষেও তাই তাকে ছাড়াই মাঠে নামতে হবে কাতালান ক্লাবটির।