স্বদেশ ডেস্ক: ভারতের পুনেতে সিরাম ইন্সটিটিউটে ভ্যাকসিন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিরাম ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেট সংলগ্ন ভবনে আগুন লাগে বলে জানায় ভারতীয় গণমাধ্যম। এনডিটিভির ফুটেজে দেখা যায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে কারখানা এলাকায়। দ্রুত অগ্নিনির্বাপণ বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে। দমকলের অন্তত ১০টি ইঞ্জিন আগুন নেভাতে কাজ করে। বেলা তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সিরাম কর্তৃপক্ষ জানিয়েছে আগুনে মজুত করোনার টিকার কোন ক্ষতি হয়নি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা কোভিশিল্ড উৎপাদন করছে সিরাম।
সিরাম ইন্সটিটিউট থেকে বাংলাদেশেও করোনা ভাইরাসের টিকা আসবে। প্রাথমিকভাবে বৃহস্পতিবার ২০ লাখ টিকা ভারত থেকে উপহার হিসেবে বাংলাদেশ পেয়েছে।