শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে টিকা হস্তান্তর করলো ভারত

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে টিকা হস্তান্তর করলো ভারত

স্বদেশ ডেস্ক: ভারত থেকে পাঠানো ২০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা (কোভিশিল্ড) বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী এসব টিকা হস্তান্তর করেন।

এসময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, উপহার হিসেবে বাংলাদেশকেই সবচেয়ে বেশি পরিমাণ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিবেশী হিসেবে অগ্রাধিকার নীতির কারণেই ভারতের পক্ষ থেকে এই ভ্যাকসিন উপহার দেওয়া হয়েছে।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘ভারত থেকে আসা ভ্যাকসিন গভীর বন্ধুত্বেরই নিদর্শন।’

এর আগে আজ সকালে ভারতের উপহার দেওয়া করোনার টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে উপস্থিত থেকে সেগুলো গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877