বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার ৩২ বছরের রেকর্ড দুমড়েমুচড়ে ভারতের দুর্দান্ত জয়

অস্ট্রেলিয়ার ৩২ বছরের রেকর্ড দুমড়েমুচড়ে ভারতের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। সিরিজ নির্ধারণী চতুর্থ ও শেষ টেস্টটিতে ৩ উইকেটে রোমাঞ্চকর জয় পেয়েছে আজিঙ্কা রাহানের দল। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার ৩২ বছরের অপরাজিত থাকার রেকর্ড দুমড়েমুচড়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে তারা।

এর আগে ম্যাচের একপর্যায়ে ভারতের লক্ষ্য দাঁড়াল ১০০ বলে ৮০। সে সমীকরণ যখন ৮১ বলে ৬৩, তখন মরিয়া অস্ট্রেলিয়া মায়াঙ্ক আগারওয়ালকে আউট করতে রিভিউ নিয়ে নিল। কিন্তু হট স্পট কিংবা স্নিকো কোনো কিছুই অস্ট্রেলিয়াকে আকাঙ্ক্ষিত কিছু দেখাতে পারল না। সেটা আগারওয়াল নিজেই দেখালেন। এতক্ষণ চমৎকার কিছু শট খেলা এই ব্যাটসম্যান কামিন্সের পরের বলেই কভার অঞ্চলের দৈর্ঘ্য মাপতে চাইলেন। ধরা পরলেন শর্ট কভারে থাকা ওয়েডের কাছে। বেশ কিছুক্ষণ পর মনে হলো ম্যাচে অস্ট্রেলিয়ারও তাহলে সুযোগ আছে। তাদের যে আর ৫ উইকেট দরকার। কিন্তু জেতার জন্য উইকেট দরকার। সে উইকেট নেয়ার জন্য যে বোলারও দরকার।

এক পর্যায়ে ভারতের ১০ ওভারে প্রয়োজন। ৫৩ রান। আর অস্ট্রেলিয়ার ৫ উইকেট।

টানা দুই ওভারে চাপ বেড়েছিল। কিন্তু কামিন্সের দুই বলে দুটি শটে ১০ রান তুলে নিলেন ওয়াশিংটন সুন্দর। ৮ ওভারে ভারতের দরকার ৩৯ রান। গ্যালারিতে তখন ভারতের দর্শকদের গর্জন উঠছে । লায়নের বলে টানা দুই বলে টি-টোয়েন্টি ক্রিকেট ফেরালেন পান্ত। প্রথমে প্যাডল সুইপ, তারপরই স্লগ সুইপ। অস্ট্রেলিয়ার যন্ত্রণা বাড়াতেই পঞ্চম বলে চার বাই রান পেল ভারত।

এখন ৬ ওভারে মাত্র ২৪ রান দরকার ভারতের! পরের ৯ বলে ১৪ রান তুলে ম্যাচটা শেষ করে দিয়েছেন পান্ত ও সুন্দর। এরপরই ভাগ্য ফুরোল সুন্দরের। লায়নকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হলেন প্রথম ইনিংসের নায়ক। ভারতের দরকার ১০ রান, আর অস্ট্রেলিয়ার জয়ের স্বপ্ন যদি কেউ তখনো দেখে থাকেন, স্বাগতিকদের দরকার ৪ উইকেট।

৫ বলে প্রয়োজনীয় উইকেটসংখ্যা তিনে নামল। কিন্তু ততক্ষণে ভারতের রানও কমে এসেছে ৩-এ। এক বল বিরতি। পরের বলেই চার মেরেই ঝামেলা চুকালেন পন্ত। ৮৯ রানে অপরাজিত থেকে বীর বেশেই মাঠ ছাড়লেন পান্ত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877