সোমবার, ০৬ মে ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন

করোনার টিকা নেওয়ার পর নরওয়েতে ২৩ জনের মৃত্যু

করোনার টিকা নেওয়ার পর নরওয়েতে ২৩ জনের মৃত্যু

স্বদেশ ডেস্ক: ফাইজার/বায়োএনটেকের প্রথম ধাপের করোনা টিকা নেওয়ার পর নরওয়েতে ২৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের মধ্যে ১৩ জনই নার্সিং হোমের রোগী। করোনার টিকা নেওয়ার পর তাদের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে।

নরওয়েজিয়ান মেডিসিন এজেন্সির প্রধান চিকিত্সক সিগার্ড হর্তেমো শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, টিকার সাধারণ প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে জ্বর এবং বমি বমি ভাব, তবে দুর্বল রোগীদের ক্ষেত্রে এটি মারাত্মক পরিণতি হতে পারে।

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া ১৩ জন নার্সিং হোমের রোগীদের বয়স অন্তত ৮০ বছর। তবে এনিয়ে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেননি। বরং কাদের টিকা নেওয়া উচিৎ সে সম্পর্কে তারা পরামর্শ দিচ্ছেন।

দেশটির সরকারি হিসেবের তথ্যমতে গত মাস পর্যন্ত দেশটিতে ফাইজার অথবার মডার্নার করোনা টিকার প্রথম ডোজ ৩০ হাজারের বেশি মানুষকে দেওয়া হয়েছে।

নরেজিয়ান গণমাধ্যম এনআরকে’কে মেডিক্যাল ডিরেক্টর স্টেইনার ম্যাডসেন বলেছেন, এই নিয়ে আমরা উদ্বিগ্ন নই। এটা পরিষ্কার যে এইসব ভ্যাকসিনের একটু ঝুঁকি আছে।

তিনি আরও জানান, চিকিৎসকদের সতর্ক হওয়া উচিৎ কাদের টিকা দেওয়া উচিৎ।

দেশটির সংস্থা গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, এখন পর্যন্ত মোট ২৯ জন এই টিকা নেওয়ার পর তাদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। যাদের মধ্যে মারা যাওয়া ১৩ জনও আছেন।

কর্মকর্তারা জানিয়েছে, পার্শ্বপ্রতিক্রিয়ার শিকারের মধ্যে রয়েছেন ২১ জন নারী এবং আট জন পুরুষ। এছাড়া নিহতের মধ্যে নয় জনের শরীরে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া ছিল। এবং সাত জনের একটু কম পার্শ্বপ্রতিক্রিয়া ছিল।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির প্রতিবেদন অনুসারে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজারের বেশি মানুষ। এই ভাইরাসে মারা গেছেন ৫০০ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877